জলপাইগুড়ি জেলা বিজেপি পার্টি অফিস ডিবিসি রোডের পূর্ব নির্ধারিত জায়গাতেই হবে।

0
603

“জলপাইগুড়ি:-জলপাইগুড়ি জেলা বিজেপি পার্টি অফিস ডিবিসি রোডের পূর্ব নির্ধারিত জায়গাতেই হবে। সকল ধরনের বৈধ কাগজপত্র সঙ্গে নিয়েই এই পার্টি অফিস হতে যাচ্ছে, আর পার্টি অফিস নিয়ে বর্তমানে যে অবস্থার সৃষ্টি করছে তার জন্য তৃণমূলই দায়ী। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে। বিজেপি জেলা পার্টি অফিসের প্ল্যান পাশ তৃণমূল তাদের দলের পুরসভা বোর্ডেরই দ্বারা দেওয়া। তাই এরপরও যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে দল আদালতের দ্বারস্থ হবে।” বৃহস্পতিবার জলপাইগুড়িতে বিজেপির অস্থায়ী পার্টি অফিসের উদ্বোধন করে এক সাংবাদিক সম্মেলনে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপি সহ-সভাপতি রাজু ব্যানার্জি। তৃণমূল যেহেতু কাটমানি খেতে পারেনি, তাই তাদের পার্টি অফিস হতে বাধা দিচ্ছে। কলকাতার তৃণমূল পার্টি অফিস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যতগুলি পার্টি অফিস রয়েছে, তার বেশির ভাগই অবৈধ বলে জানান তিনি। ক্ষমতায় এলে সব পার্টি অফিসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে আগামী বিধানসভায় সবগুলিই বিজেপিই আসন দখল করবে বলে জানান রাজু বাবু। এর প্রমাণ গত লোকসভায় তৃণমূল পেয়েছে বলে জানান তিনি। পাশাপাশি পুলিশের তাবেদারীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারি দিয়েছেন তিনি। যত বড় আইপিএস অফিসার হোন, সকলকে জেলে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি তাঁর। তিনি অভিযোগ করেন, পুলিশ পুলিশ তৃণমূলের কাটমানি খেয়ে চলেছে। ক্ষমতায় আসার পর পুলিশ অফিসারদের এমন জায়গায় ট্রান্সফার করা হবে, যেখানে ট্রেন আর বাসে চড়তে চড়তে জীবন শেষ হয়ে যাবে বলে কটাক্ষ সহ-সভাপতির। মালদার টোটো বিস্ফোরণের ব্যাপারে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিস্ফোরণের সাথে যুক্ত। সঠিক তদন্ত করলে সব বেরিয়ে আসবে বলে মন্তব্য তার। রাজু ব্যানার্জীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী জানান, জলপাইগুড়িতে যে পার্টি অফিস করার প্রক্রিয়া বিজেপি চালিয়েছে তা সম্পূর্ণরূপে অনৈতিক। কি করে পৌরসভার মেয়াদ শেষ হওয়ার একদিন আগে প্ল্যান পাশ হয়ে যায়, বিল্ডিং এ নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণ বাবু। নিজেদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেও জানান তিনি। দলের কেউ ভুল করে থাকতেই পারে। একটা মানুষের কোনো ভুলের কারণে পাস হওয়া প্ল্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না, এটা হতে পারে না। তাই পৌর প্রশাসক বোর্ড ওই জমি ইন্সপেকশন এর পুনরায় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি। কোভিড 19 নিয়েও তিনি দায়ী করেন বিজেপিকে। একুশের বিধানসভায় পদ্ম ফুল ফোটার যে কথা বিজেপি বলছে তা সবই ভ্রান্ত। আগামী বিধানসভায় কোনো মতেই বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলে জানান জেলা তৃণমূল সভাপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here