ট্রাকারের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হল এক যুবক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় চাঞ্চল্য বংশীহারী থানার ধুমসাদিঘি খাড়িপাড়া এলাকায়।
জানা যায় আহত ওই যুবকের নাম সুজিত মুনি দাস (১৭), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ধুমশাদীঘি,উত্তর খাড়ি পাড়া এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ আগামী ১০ তারিখ বংশীহারী থানার পত্রা এলাকায় রয়েছে অমিত শাহের সভা। সেই সভাতেই হেলিপ্যাড তৈরীর কাজ চলছে, সেখানেই বেশ কয়েক গাড়ি মাটির প্রয়োজন।সেই প্রয়োজনীয় মাটি অভিযুক্ত ঠিকাদার বিনয় খার নেতৃত্বে ধুমসাদীঘির উত্তর খাড়ি পাড়া থেকে রাতের অন্ধকারে বেপরোয়া ভাবে ট্রাক্টর বোঝাই করে আসার সময় ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয় সুজিত মনি দাস। গ্রামবাসীরা তাকে সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করে রশিদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর আহত সুজিত মনি দাস কে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। গ্রামবাসীদের অভিযোগ খারি পাড়া থেকে রাতের অন্ধকারে যেভাবে বেপরোয়া ট্রাক্টার চলছে তাদের এলাকায় তাতে তারা ভীত ও সন্ত্রস্ত।
এই বিষয়ে আহত যুবকের বাবা আনন্দ দাস জানিয়েছেন, আমি বাড়িতে ছিলাম না বাড়ি থেকে ফোন করে বলল ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে পাড়ায়। তড়িঘড়ি ছুটে এসে ছেলেকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। ছেলের অবস্থা ভালো নয়। মাথায় গুরুতর আঘাত লেগেছে। অভিযুক্ত গাড়িচালকের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে এলাকার বাসিন্দা বিট্টু সিংহ ও বলরাম বিশ্বাস জানিয়েছেন, সন্ধ্যা থেকে শুরু হয়েছে ট্রাক্টারে করে মাটি নিয়ে যাওয়া প্রথমে বুঝতে না পারলেও গ্রামের ছেলেটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শুনলাম মাটি গুলি অমিত শাহের সভাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার তীব্র নিন্দা জানাই, অভিযুক্ত ঠিকাদারের যথাযথ শাস্তির দাবি জানাই ও আহত যুবকের সুস্থতা কামনা করি।
এ বিষয়ে উপ প্রধানের স্বামী আনন্দ সিংহ জানিয়েছেন, আজকে আমাদের দিল দিলকোণঠি বুথে দিলকোণঠি বুথে মাটি বোঝাই মাটি বোঝাই ট্রাক্টরের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহ গুরুতর আহত হয়েছে এক যুবক গুরুতর আহত হয়েছে এক যুবক, সে খবর পেয়েই এলাকায় ছুটে এসেছি।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার বিনয় খা জানিয়েছেন, আমাদের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ধুমসা দিঘির বিশ্বনাথপুর ডোবা এলাকার এক যুবক গুরুতর আহত হয়েছে। সে এখন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে।
এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সরুপ চৌধুরী জানিয়েছে আমরা বিষয় টা জানা নেই। বিষয় টি খোঁজ নিয়ে দেখছি।