শিলিগুড়ি:-
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে শিলিগুড়িতে প্রচার করতে এলেন অভিনেতা দীপক অধিকারী তথা দেব।তাকে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। মঙ্গলবার শিলিগুড়ির নৌকা ঘাট থেকে প্রচার শুরু করেন দেব।শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৩৫ নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন জায়গায় হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারলেন অভিনেতা।তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভার প্রার্থী নির্মল চন্দ্র রায়,শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এদিন অভিনেতাকে দেখতে রাস্তায় ভিড় জমায় প্রচুর মানুষ।সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান দেব,জনসংযোগ বৃদ্ধি করেন তিনি।পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতেও প্রচার সারেন তিনি।