কোচবিহার: বৃহস্পতিবার দিন সকাল সকাল বাড়ির পাশের একটি পুকুর থেকে দ্বাদশ শ্রেনির এক ছাত্রীর মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের পচার মোড় এলাকায়। ওই ছাত্রীর বাড়ি স্থানীয় এলাকাতেই। সে উছলপুকুরি কৃষক উদ্যোগ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনির ছাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মেয়েটিকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারনে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে তা তদন্ত শুরু করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ।