তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া গ্রামে তৃণমূলের নির্বাচনে কার্যালয় ভাঙচুর, দলীয় পতাকা ছিড়ে ফেলে পুড়িয়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে,অস্বীকার বিজেপির-থানায় হলো লিখিত অভিযোগ দায়ের ,তদন্তে পুলিশ।গঙ্গারামপুর ১১ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর। বিজেপির দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে নির্বাচনের জন্য তৈরি করা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর ও ফ্লাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেস।ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকায়।এলাকার তৃণমূলের কর্মী ও বুথ সভাপতির অভিযোগ, বিজেপির দুষ্কৃতিকারীরাই ভোটে হেরে যাবে বলে এমন কাণ্ড করছে তারা। থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।পুলিশ পুরো ঘটনার তদন্তে নেমেছে। তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েত আগাগোড়াই শাসক দলের শক্তখাঁটি বলে তৃণমূল কংগ্রেস দাবি করে থাকেন। এলাকার তৃণমূলের বুথ সভাপতি ও এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে, ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্রের সমর্থনে তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাঁসুরিয়াতে একটি দলীয় কার্যালয় তৈরি করা হয়। অভিযোগ, বুধবার গভীর রাতে আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকার ওই দলীয় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা ব্যাপক ভাঙচুর করে। সেখানে তৃণমূলের লাগানো ফ্লাক ফেস্টুন গুলি ছিড়ে ফেলে দিয়ে যা আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। বৃহস্পতিবার সকাল হতেই ওই এলাকা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও বুথ সভাপতিরা সেখানে ছুটে আসে।তারা এসে তপন থানায় খবর দিলে পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করে। এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থক সন্দীপ চক্রবর্তী অভিযোগ করে বলেন, এটা বিরোধী বিজেপি দলের চক্রান্ত। বিজেপির পায়ের তলায় মাটি সরে যেতেই তারা এমন নোংরা খেলায় মেতেছে। ভোটের বাক্সেই মানুষজন তার জবাব দিবে। তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া তৃণমূলের বুথ সভাপতি অভিযোগ করে বলেন,এলাকার জনসমর্থন হারিয়ে বিজেপি এমন নোংরা খেলায় মেতেছে।ভোটে তৃণমূল প্রার্থী জয়লাভ করবে।পুরো বিষয়ে তপন থানা লিখিতভাবে জানানো হয়েছে। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন,এই ঘটনায় আমাদের দলের কোন কর্মী সমর্থের জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমন ঘটনা। সময় আসলে মানুষ সেটা বুঝতে পারবে। তপন থানা পুলিশ লিখিত অভিযোগ পাবার পরেই পুরো ঘটা তব্দে শুরু করেছে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া গ্রামে তৃণমূলের নির্বাচনে কার্যালয় ভাঙচুর, দলীয়...