খুশির ঈদে মাসির বাড়ি ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই স্কুল ছাত্রের

0
514

মালদা: খুশির ঈদে মাসির বাড়ি ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই স্কুল ছাত্রের। ঘটনাস্থলে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের।আহত হয়েছেন আরো এক স্কুল ছাত্র। আহত চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত নিয়ামতপুরের কেষ্ট নগর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃতরি হলো সারফারাজ মোমিন বয়স(১৪)বছর। আলীম মোমিন বয়স(১৮)বছর ও আহত হয়েছেন আসলাম মোমিন বয়স(১৮)বছর। তারা প্রত্যেকেই স্থানীয় রায়গ্রাম স্কুলে পড়াশোনা করতে বলে জানা যায়। তাদের প্রত্যেকেরই বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত অমৃতি লালাপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে আরো জানা যায় একটি মোটরবাইকে করে তিনজন বাড়ি থেকে মিল্কির ভবানীপুর এলাকায় মাসির বাড়িতে ঘুরতে যাচ্ছিল তিনজন। যাওয়ার পথেই নিয়ামতপুরের কেষ্টনগর এলাকায় অপর দিক থেকে একটি বোলেরো গাড়ি, তাদের সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরো একজন। আহতকে উদ্ধার করে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ময়নাতদন্তের জন্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here