মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর চোর’ স্লোগান বিজেপি কর্মীদের।
মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর চোর’ স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার টিয়াবনের হেলিপ্যাড মাঠে নামে। সেখান থেকে সড়কপথে মঙ্গলবাড়ি হয়ে তিনি চলে যান চালসা-মেটেলি রাজ্য সড়কের পাশে থাকা একটি বেসরকারি হোটেলে। এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবাড়ি বাজারে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে পথসভা করছিল বিজেপি। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর চোর’ স্লোগান তোলেন। যদিও তা উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি গতি কমিয়ে দেয় এবং তৃণমূল নেত্রী রাস্তার দুপাসজে দাঁড়ানো জনতাকে হাসিমুখে হাত নাড়েন। এরপর সোজা হোটেলে চলে যান মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রের খবর, ওই হোটেলে থেকেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করবেন।
বিজেপি তরফে অভিযোগ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয় যখন আসছিল তখন তাদের মাইক বন্ধ করার চেস্টা করে পুলিশ।
অন্যদিকে তৃনমূলের অভিযোগ শান্ত এই এলাকাকে অশান্ত করার চেস্টা করছে বিজেপি।