জলপাইগুড়ি:-
কাজের দাবিকে সামনে রেখে ভোট প্রচারে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মণের সমর্থনে এক মিছিল হয় জলপাইগুড়ি শহরে।
সেই মিছিলে নেতৃত্ব দেন মিনাক্ষী মুখোপাধ্যায়। শহরের গান্ধীমূর্তি পাদদেশ থেকে মিছিল শুরু হয়েছে থানামোড়, কদমতলা,বেগুনটারি, শান্তিপাড়া হয়ে শীরিষতলা এসে শেষ হয়ে। মিনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন, কাজের দাবিই মূল। পরিযায়ী শ্রমিকেরা যাতে জেলায় কাজ পান তার দাবিতেই সিপিএম প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তার অভিযোগ, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার কাজ না দেওয়ার পলিসি নিয়ে চলছে,এই কারণেই দুর্নীতি হচ্ছে।