উত্তর দিনাজপুর সাফাই কর্মী হরিজন সংগঠন এর পক্ষ থেকে ডালখোলা ,ইসলামপুর ও কালিয়াগঞ্জে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল সংরক্ষিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট প্রচারে নামলেন ।এই সংগঠন এর পক্ষ থেকে তারা বলেন কৃষ্ণ কল্যানী এই জেলায় জয়ী হলে সাফাই কর্মীদের ইসলামপুর সহ গোটা জেলায় সাফাই কর্মীদের যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে সেটা সম্পূর্ণ পূরণ হবে বলে তারা নিশ্চিত। তারা আরো বলেন কৃষ্ণ কল্যানী তাদের সংগঠনের বিভিন্ন দাবি দাবা বিভিন্ন রকম ভাবে পূরণ করেছেন এবং তাদের পাশে সব সময় তারা পেতেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি। তাই তারা তাদের সংগঠনের পক্ষ থেকে মহিলা সাফাই কর্মী ,পুরুষ সাফাই কর্মী সকলকে আবেদন করেন তারা যেন জোড়া ফুল অর্থাৎ ঘাসফুল চিহ্নে কৃষ্ণ কল্যাণীকে ভোট দেয়।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ইসলামপুর ও কালিয়াগঞ্জে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল সংরক্ষিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে...