গঙ্গারামপুর শহর এলাকার বিভিন্ন মন্দিরে পূজো দিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জোরদার প্রচার করলেন

0
76

গঙ্গারামপুর শহর এলাকার বিভিন্ন মন্দিরে পূজো দিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জোরদার প্রচার করলেন,প্রচারে ভিড় হলো ব্যাপক

গঙ্গারামপুর ১৪ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর।শহর এলাকায় প্রচার করে ভোটারদের মন জয় করলেন ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের বর্ষিয়ান প্রার্থী তথা জেলা তৃণমূলের ভূমিপুত্র বলে সূত্রে খবর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের ১৮টি ওয়ার্ডের মধ্য বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেন বর্ষিয়ান এই তৃণমূল প্রার্থী বিপ্লববাবু। বিপ্লব বাবু বলেন,গঙ্গারামপুর সহ তিনটি শহর এলাকা থেকেই ব্যাপক ভোটে তিনি এগিয়ে যাবেন বলে বিশ্বাস তার। তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার অনুষ্ঠানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ও হয়েছিল ব্যাপক। লোকসভা নির্বাচনে ভোট ঘোষণা হতেই শুরু থেকেই রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা তৃণমূলের ভূমিপুত্র বিপ্লব মিত্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব তার যে কয়েকটি বিধানসভা এলাকা নিয়ে গঠিত ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের এলাকাগুলিতে প্রচার করে চোষে বেরিয়েছেন। উল্লেখযোগ্যভাবে বালুরঘাট ও গঙ্গারামপুর ও বুনিয়াদপুর শহর এলাকাগুলি থেকে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভালো ভোটে লিড পেয়েছিল। এবার বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর পৌরসভা এলাকাতে রাত দিন এক করে জেলা তৃণমূলের বর্ষিয়ান প্রার্থী বিপ্লব মিত্র প্রচার শুরু করেন। ইতিমধ্যে প্রচার ছেড়েছেন বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা ও বুনিয়াদপুর শহরের বিভিন্ন এলাকা। রবিবাসরীয় প্রচারে এদিন সকাল থেকে গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৩টি জায়গার ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এদিন হাইস্কুল পাড়ার কালীবাড়ি, কালিতলা নাঠ মন্দির, শিববাড়ি শিবমন্দির, মিশনমোড় থেকে কালদিঘী মহামায়া কালী মন্দির, বেসিক স্কুল থেকে জগন্নাথ মন্দির, দত্তপাড়া লোকনাথ ও জগন্নাথ মন্দির, বসাকপাড়া রাধাগোবিন্দ মন্দির, বড়বাজার কালী মন্দির, বড়বাজার হনুমান মন্দির , কলেজমোড় কালীমন্দির, তেতুলতলা দুর্গা মন্দির, বড় বাজার মাড়োয়ারি ভবন রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে জোরদার প্রচার করেন। উক্ত মন্দিরগুলো পুজো দিয়েই যেমন তৃণমূল প্রার্থী সকলকে হাত নাড়িয়ে আশীর্বাদ প্রার্থনা করেন তেমনি একাধিক শাসকদল যে ধারাবাহিক উন্নয়ন করেছে তার প্রচারও তুলে ধরে স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, বালুরঘাট, বুনিয়াদপুর ও গঙ্গারামপুর শহর এলাকা থেকে ব্যাপক ভোটে আমি এগিয়ে থাকবো। যেভাবে মানুষজন তার প্রচারে সাড়া দিচ্ছেন তার জয়লাভ সময়ের অপেক্ষা মাত্র। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের প্রচারে টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা তার সাথে প্রচারে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here