কুমারগঞ্জের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র

0
68

গঙ্গারামপুর শহর এলাকা চোষে ভোট প্রচারের পর এবার কুমারগঞ্জের বিভিন্ন এলাকায় ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র একাধিক সভা ,রোডশো, মিছিল করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করলেন, হাজারজন কর্মী ,নেতা সমর্থক বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে বলে দাবি তৃণমূলের , অস্বীকার বিজেপির বিপ্লব মিত্রের প্রচার সভায় বিভিন্ন অনুষ্ঠানে ভিড়ও হয়েছিল ব্যাপক

    গঙ্গারামপুর ১৫ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর। গঙ্গারামপুর শহর এলাকায় চোষে ভোট প্রচারের পর এবার কুমারগঞ্জে বিভিন্ন জায়গায় সভা ,মিটিং ,মিছিল, রোডশো করে ভোটারদের মন জয় করে নিলেন তৃণমূলের ৬ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী। দক্ষিণ দিনাজপুর জেলার ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা জেলা তৃণমূলের ভূমিপুত্র রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কুমারগঞ্জের বেশ কয়েকটি সভা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করলেন।সেখানে ব্লক তৃণমূলের সভাপতি , বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান সহ একাধিক ব্লক ও জেলাস্তরের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। ১০০০ জন বিজেপি কর্মী গোপালগঞ্জে তৃণমূলে যোগদান করে বলে দাবি তৃণমূলের, অস্বীকার বিজেপির। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূলের অভিভাবক ৬নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র গঙ্গারামপুর শহরের প্রায় বেশিরভাগ ওয়ার্ডে জোরদার ভোট প্রচার করে সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন। শহরের মানুষজন তাকে আশীর্বাদ করবেন বলে হাজার হাজার মানুষজন তার এই প্রচার সভায় অংশগ্রহণ করেছিল।গঙ্গারামপুর শহরে ভোট প্রচারের পর তিনি কুমারগঞ্জে সোমবার সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোট প্রচার করেন। তিওড় বাজারের জনসংযোগ যাত্রার পরে তিনি কুমারগঞ্জের খডিয়াল স্বপ্নময়ী কালি মাতার মন্দিরে পুজো দেন, সেখানে সাধারণ মানুষজনদার সঙ্গে জনসংযোগ করেন। সেখানে জনসংঘের শেষে কুমারগঞ্জ বিধানসভা ভোরগ্রাম পঞ্চায়েতের মূলগ্রামে জনসংযোগ করেন জেলা এই বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা বিপ্লব মিত্র। সেখানে কর্মসূচি শেষ করার পরে কুমারগঞ্জের বাসন্তী পূজা মন্দিরে পুজো দেন। উল্লেখযোগ্যভাবে কুমারগঞ্জ বিধানসভার গোপালগঞ্জ পার্টি অফিসের সামনে প্রায় ১০০০জন বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। কুমারগঞ্জ বাজারে একটি বাসন্তী পূজার মন্দিরে তিনি পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। এর পাশাপাশি কুমারগঞ্জের ফকিরগঞ্জ গ্রামে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করেন। এবিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বশিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র বলেন, কুমারগঞ্জ এলাকার মানুষজন রয়েছে তৃণমূলের সঙ্গে। তাই তারা আরো উন্নয়নের জন্যই শাসকদলকে সমর্থন করবেন বলে তিনি জানান। ১০০০ বিজেপি সমর্থক তৃণমূলের যোগদান করেছে বলে তার দাবি। যদিও জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, নিজেদের লোকজনদের দলীয় পতাকা ধরিয়ে দিয়ে দল বদলের গল্প করছে। এতে তাদের কোন অর্থেই লাভ হবে না। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের এদিনের কর্মসূচিতে তিনি ছাড়াও ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here