জলপাইগুড়ি:-
জলপাইগুড়িতে সাংবাদিক সন্মেলনে বিতর্কিত মন্তব্য কুনাল ঘোষের। দিকপাল অভিনেতা তথা বিজেপির অন্যতম মুখ মিঠুন চক্রবর্তীকে কার্যত “কুকুর” এর সঙ্গে তুলনা করলেন তিনি। গতকাল ময়নাগুড়ি এবং আজ আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর প্রচারের ছিলেন মিঠুন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের দূর্নীতির অভিযোগ তুলে সোনার বাংলা গড়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। সেই প্রসঙ্গেই বলতে গিয়ে, কুনাল বলেন বিজেপি মিঠুনের গলায় বকলস পরিয়ে ঘেউঘেউ করার জন্য ছেড়ে দিয়েছে। অন্যদিকে, মিঠুন একাধিক দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।
প্রসঙ্গত, সোমবার জলপাইগুড়িতে বাবুপাড়ায় জয়প্রকাশ মজুমদার, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ এবং প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক সন্মলেন করেন কুনাল।
ভিস বাইট👇