রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন

0
88

রামনবমীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি।

শিলিগুড়ি:-

রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন।পরোক্ষভাবে রামনবমিতে অংশগ্রহণকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী।এমনি অভিযোগ তুলে রামনবতীতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির তিন বিধায়ক।শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ,ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি,ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ।এদিন শংকর ঘোষ বলেন,রাম নবমীর আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ,দক্ষিনবঙ্গ বিভিন্ন জায়গায় জনসভায় রামভক্তদের পরোক্ষভাবে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছেন।রাম নবমীর আগে দাঙ্গা শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন।রামনবমীর দিন যদি কোথাও কোনো দাঙ্গা বাধে তাহলে তার জন্য দায়ী হবেন মুখ্যমন্ত্রী।তাই রামনবমিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার দাবি তোলেন তারা। অন্যদিকে এ বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি।এর আগে কখনো রামনবমিতে গন্ডগোল বাঁধে নি।তারা ২০০ সিটের কাছাকাছিও নেই তাই দিশাহারা হয়ে এগুলো বলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here