শিলিগুড়ি:-
মঙ্গলবার সাতসকালে ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগান এলাকায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারায় কিশোর।এদিন এই ঘটনা ঘিরে ধুন্ধুমার ফাঁসিদেওয়া।রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।অপরদিকে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।জানা যায়,মৃত কিশোরের নাম লিওন কুজুর বয়স পাঁচ বছর।এদিন সকালে ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এদিন সকালে দাদার সঙ্গে স্কুল যাচ্ছিল সেই তবে স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে বালি বোঝায় একটি ট্রাক্টর হঠাৎ সাইকেলে ধাক্কা মারলেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার।গুরুতর আহত অবস্থায় ভর্তি দাদা ইউনেস কুজুর। এদিন এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ফাঁসিদেওয়া।প্রায় চার ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।অপরদিকে বিক্ষোভ ছাত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।এর পরেই রেফ নামিয়ে লাঠিচার্জ শুরু করলে পাল্টা অবরোধকারীরা ইট ছুড়ে পুলিশের দিকে।এদিনের এই ঘটনা আহত হয়েছে বেশ কিছু পুলিশকর্মীরা।পরে পুলিশের পক্ষ থেকে নন জুডিশিয়াল স্টেম্পের উপর লিখিত আশ্বাস দেয়।চা বাগানের রাস্তায় ট্রাক্টর চলাচল করবে না এছাড়া মৃত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করবে প্রশাসনের।পরেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় বিক্ষোভকারীরা।