শিলিগুড়ি:-
কয়েক বছর আগে সিএএ’র প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দীর্ঘদিন পর মঙ্গলবার ফের শহরে হাঁটলেন মুখ্যমন্ত্রী।এদিন এয়ারভিউ মোড় থেকে পদযাত্রা শুরু করেন তিনি যা শিলিগুড়ির বাঘা যতীন পার্কে এসে শেষ হয়।এদিন এয়ারভিউ মোড় থেকে যাত্রা শুরু হয়ে সেবক মোড়,হাসমি চক,হাসপাতাল মোড়,কোর্ট মোড় হয়ে শিলিগুড়ি পুরনিগমের সামনে দিয়ে বাঘা যতীন পার্কে এসে শেষ হয়।পদযাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সভানেত্রী পাপিয়া ঘোষ,শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ সহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও দার্জিলিং জেলার প্রার্থী গোপাল লামা।এই পদযাত্রায় বিভিন্ন জনজাতির মানুষ তাঁদের নির্দিষ্ট পোশাকে অংশ নেন। আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।এদিনের মুখ্যমন্ত্রীর পদযাত্রা ঘিরে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের জমায়েত হয়।পদযাত্রার পর বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে তিনি বলেন কে কি খাবে,কে কি পড়বে তা ঠিক করবে দেশের জনতা,বিজেপি নয়।২০০বেশি লোকসভা নির্বাচনে আসন পাবে না বিজেপি।দার্জিলিং লোকসভা কেন্দ্রে বাইরের লোককে ভোট না দিয়ে স্থানীয় ছেলে ঘড়ের ছেলে গোপাল লামাকে ভোট বেরার জন্য অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।কাজের লোক শান্ত লোক ও কাজ করবে আর তা ছাড়া আমি তো আছি।আমাকে দেখে আপনারা বিরক্ত হয়ে যান তবুও আমি আসবো বারবার আসবো।আমি শুধু ভোটের সময় আসি না সারা বছর আসি