বিপ্লব মিত্রই লোকসভার যোগ্যতম প্রার্থী, লোকসভার তৃণমূলের আরো শক্তি বাড়াতেই তাকে প্রার্থী করা হয়েছে

0
187

বিপ্লব মিত্রই লোকসভার যোগ্যতম প্রার্থী, লোকসভার তৃণমূলের আরো শক্তি বাড়াতেই তাকে প্রার্থী করা হয়েছে,বিপ্লব মিত্রের সমর্থনে হরিরামপুরে জনসভা করতে এসে লাখো মানুষের ভিড়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, করলেন বিজেপি সমালোচনাও
গঙ্গারামপুর ১৮ই এপ্রিল দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট লোকসভা কেন্দ্রের যোগ্যতম প্রার্থী একমাত্র বিপ্লব মিত্রই রয়েছে বলেও এদিনের সভা থেকে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে হরিরামপুরে লাখ মানুষের ভিড়ে জনসভা করতে এসে এমনই কথা বলেন তিনি। হরিরামপুরে প্রকাশ্য সভা থেকে নাম না করে মোদিকে ভোটপাখি বলে কটাক্ষ মমতার।বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে হরিরামপুরে প্রকাশ্য সভা করতে চপারে করে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঞ্চে উঠেই প্রথমে বেলুরঘাট উচ্চারণ নিয়ে নাম না করে অমিত শাহকে কটাক্ষ করেন মমতা। এরপরেই ভোটপাখি বলে নাম না করে মোদিকে কটাক্ষ করেছেন মমতা। তার কথায় সারাবছর দেখা নেই, ভোট আসতেই ভোটপাখিদের দেখা মিলছে। শুধু তাই নয় এদিন মোদির গ্যারান্টিকে এখন গ্যারান্টি বন্ধ বলেও কটাক্ষ করেছেন। তার কথায় এই সরকারের নাম হওয়া উচিত বন্ধ সরকার। কেননা একশো দিনের কাজের টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধের উদাহরণ তুলে ধরে এই সরকারকে বন্ধ সরকার বলে ব্যাখ্যা করেছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের যোগ্যতম প্রার্থী একমাত্র বিপ্লব মিত্রই রয়েছে বলেও এদিনের সভা থেকে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো। ২৬শে এপ্রিলের ভোটে বালুরঘাটে আসনটি শাসকদল বিরোধীদলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে জেলার হরিরামপুরে বালুরঘাট ৬নং লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা জেলার ভূমিপুত্র সহ জেলার বর্ষীয়ান নেতার সমর্থনেই লাখো মানুষের ভিড়েছিল। , এদের মুখ্যমন্ত্রী বাংলার প্রতি বিজেপির বিমাতৃসুলভ আচরণ ও বঞ্চনার প্রতিবাদ করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন এই জনসভায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট ৬নং লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি দলকে কার্যত এক হাত নিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর, জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা। অনুষ্ঠানে লাখো মানুষের ভিড় হয়েছিল বলে তৃণমূলের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here