পশ্চিমবঙ্গে হিংসা আর তৃণমূল কংগ্রেস একটাই শব্দ হয়ে গিয়েছে বললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা।বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করতে আজ সকালে বাগডোগরা বিমান বন্দরে এসে পৌছান ইন্দ্রনীল খা।বাগডোগরা বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,তৃণমূল সাধারন মানুষের জন সমর্থন হাড়িয়ে ফেলেছে,সাধারন মানুষ উন্মুক্ত বাতাস চাইছে।পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসবে সেই দিকে তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গবাসী।তৃনমূল কংগ্রেস যতদিন সরকারে থাকবে ততদিন বোমা গুলি অস্ত্র উদ্ধার হবে। সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এইগুলো মজুত করে রাখা হয়েছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গে হিংসা আর তৃণমূল কংগ্রেস একটাই শব্দ হয়ে গিয়েছে বললেন বিজেপির যুব...