চাকরি হারালো অনামিকা

0
6783

চাকরি হারালো অনামিকা

শিলিগুড়ি:-

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফের চাকরি হারালেন শিলিগুড়ির অনামিকা রায়।যেহেতু লিটিগেশন করে চাকরি পেয়েছিল অনামিকা রায় ও প্রিয়াঙ্কা সাউ তাই চাকরি গেলেও টাকা ফেরত দিতে হবে না অনামিকা রায়কে।২০১৬ সালে SSC পরীক্ষায় পাশ হয়ে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল করল আদালত।একইদিনে প্রায় ২৪ হাজারেরও বেশি শিক্ষকদের চাকরি বাতিল হয়ে যায়।তার মধ্যে রয়েছে অনামিকা রায়,যাকে ববিতা সরকারের পরিবর্তে চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এদিন ফের আদালতের নির্দেশে তার চাকরি বাতিল হয়।এই বিষয়ে শিলিগুড়িতে সংবাদ মাধ্যমে অনামিকা বলেন,”অনেকদিন থেকে মামলা চলছিল।আমার বিচার ব্যবস্থার উপর আস্থা ছিল।কিন্তু এমন একটা রায় হলো যা ভাবা যায় না।সামান্য কিছু অযোগ্যদের জন্য আজ প্রায় ২৪ হাজার চাকরি বরখাস্ত হলো।আমি খুবই হতাশ।অন্যদিকে,এই বিষয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেন,আগে রাজ্য সরকার এদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছে।এখন সরকারই বলছে এদের অবৈধভাবে নিয়োগ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here