দ্বিতীয় দফা ভোটের শেষ দিনের প্রচারে তাঁক লাগিয়ে দিলেন বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর

0
76

দ্বিতীয় দফা ভোটের শেষ দিনের প্রচারে তাঁক লাগিয়ে দিলেন বাম কংগ্রেস জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমহনা থেকে করণদিঘী হাইস্কুল পর্যন্ত দীর্ঘ মিছিল করেন। ঢাক, ঢোল সহকারে সুসজ্জিত শোভাযাত্রা করনদীঘি শহর পরিক্রমা করে। কংগ্রেস কর্মিরা ছাড়াও এই মিছিলে বেশী সংখ্যায় বাম কর্মি সমর্থকরা অংশ নেন।সিপিএমের জেলা কমিটির সদস্য আশীষ ঘোষ জানান, নিয়োগ দূর্নীতি মামলায় ২৬ হাজার কর্মি বাতিল হওয়ায় নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে । এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে সি বি আই ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে বাম নেতারা মনে করেন। এই দিনের সুসজ্জিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সেক্রেটারি আনারুল হক, কংগ্রেসের ব্লক সভাপতি আবুল কাশিম, কংগ্রেস জেলার ভাইস প্রেসিডেন্ট হাজি শাহাবুদ্দিন, ব্লক ভাইস প্রেসিডেন্ট ভবেন ঘোষ, ব্লক নেতা আবু বাকার।

বাইট….আশীষ ঘোষ.…..সিপিএম জেলা কমিটির সদস্য,উত্তর দিনাজপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here