” বালুরঘাটে হারতে পারে সুকান্ত” বিধায়কের ছবি ও একটি টিভি চ্যানেলের লোগো দেওয়া ছবি ভাইরাল কে ঘিরে বিতর্ক

0
197

” বালুরঘাটে হারতে পারে সুকান্ত” বিধায়কের ছবি ও একটি টিভি চ্যানেলের লোগো দেওয়া ছবি ভাইরাল কে ঘিরে বিতর্ক। সাইবার ক্রাইম থানার দ্বারস্থ বিজেপি বিধায়ক।

বালুরঘাট, ২৪ এপ্রিল ——– ” বালুরঘাটে হারতে পারে সুকান্ত ” বিধায়কের ছবি দিয়ে একটি টিভি চ্যানেলের লোগো লাগানো ছবি ভাইরাল হতেই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ বিজেপি বিধায়ক। খোদ সুকান্তর গড়ে তার দলের বিধায়ককে জুড়ে এমন নেতিবাচক পোস্ট নিয়ে কার্যত অস্বস্তিতে পড়েছেন দলের নেতা কর্মীরাও। আর যে কারনেই বুধবার সাতসকালে বালুরঘাটের সাইবার ক্রাইম থানায় ছুটে গিয়ে সন্দীপ ঘোষ, সোহেল সাহেদি ও মেহেদি হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। তার দাবি, নির্বাচনের প্রাক মুহুর্তে বিভ্রান্তি ছড়াতে তার ছবি ব্যবহার করে কেউ বা কাহারা এসব করছে। যার বিরুদ্ধে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here