আলিপুরদুয়ার :সরহুল পূজা উপলক্ষ্যে বীরপাড়া সরনা এস, টি ক্লাবের উদ্যোগে রবিবার সরনা এস টি ময়দানে অনুষ্ঠিত হলো গণবিবাহ।
এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ৫৯ জোড়া দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হল ।
এদিন কুমারগ্রাম,চালসা, ডিমডিমা সহ ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এবং গ্রামাঞ্চল থেকে ৫৯ জন পাত্রপাত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এদিন গণ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক। ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রমেশ ওরাঁও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শনিবার কলস যাত্রার মধ্য দিয়ে সরহুল পূজার সূচনা হয়।সরহুল পূজার পাশাপাশি প্রতি বছরের মতো এবছর ও গন বিবাহের আয়োজন করা হয়েছে। মোট ৫৯ জোড়া পাত্রপাত্রীএদিন উপস্থিত ছিলেন। এছাড়া আদিবাসী সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে