গঙ্গারামপুর ২৯ এপ্রিল : ইউনিভার্স লাইট ক্লাব ও হাইরোড় কালিবাড়ি কমিটির যৌথ উদ্যোগে দু:স্থদের মধ্যে বস্ত্র বিলি করা হল। অনুষ্ঠানের আয়োজন করা হয় হাইরোড় কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে। এদিন উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রণব সরকার,প্রাক্তন অধ্যাপক শ্যামল মুখার্জি,গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক কমলেশ ফৌজদার,হাইরোড় কালিবাড়ি মন্দির কমিটির সম্পাদক তপন বসাক,ইউনিভার্স লাইট ক্লাবের অন্যতম কর্মকর্তা অমিত কৃষ্ণ সাহা,অভিজিৎ সাহা প্রমুখ। প্রায় ছয় বছর ধরে ইউনিভার্স লাইট ক্লাব ও কালিবাড়ি মন্দির কমিটি ভিক্ষুকদের দুপুরে ভাত খাবার ব্যবস্থা করেছেন। এদিন ছিল বার্ষিকী অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে বস্ত্র বিলি করা হয়। পাশাপাশি এদিনের মেনুতে ছিল ফ্রাইরাইস,শোলার ডাল,পনির,দই,মিষ্টি চাটনি।
ইউনিভার্স লাইট ক্লাবের অন্যতম কর্মকর্তা অমিত কৃষ্ণ সাহা বলেন,দুর দুরান্ত থেকে বহু বয়স্ক অসহায় মানুষ গঙ্গারামপুর শহরে ভিক্ষে করতে আসেন। শহরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে দোকানে দোকানে ভিক্ষে করে দুপুরে না খেয়ে বাড়ি ফিরে যান। তাদের কষ্টের কথা জানতে পেরে আমরা প্রতি সোমবার দুপুরে ডাল,ভাত সবজী খাবারের আয়োজন করি। আমাদের এখানে প্রায় ২০০ জন ভিক্ষুকের খাবারের আয়োজন থাকে। আমাদের এই কর্মসূচি ছয় বছর পেরিয়ে সাত বছরে পড়ল। আজকে বার্ষিক অনুষ্ঠান ছিল। সেজন্য দু:স্থদের মধ্যে বস্ত্র বিলি করা হল।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর ইউনিভার্স লাইট ক্লাব ও হাইরোড় কালিবাড়ি কমিটির যৌথ উদ্যোগে দু:স্থদের মধ্যে বস্ত্র...