কুলিক নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড।

0
653

রায়গঞ্জ: একটানা বৃষ্টিতে কুলিক নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি ওয়ার্ড। দুর্গত বাসিন্দাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ। দুর্গতদের জন্য খোলা হয়েছে ৬ টি ত্রান শিবির, ব্যাবস্থা করা হয়েছে শুকনো খাবার ও পানীয় জলের।
বৃহস্পতিবার রাত থেকে লাগাতার হয়ে চলা বৃষ্টি ও কুলিক নদীর জল বেড়ে যাওয়ায় প্লাবিত রায়গঞ্জ পৌর এলাকার ১২ টি ওয়ার্ড। ইতিমধ্যেই শহরের ৩ টি স্কুল ১ টি বাজার সহ ৬ টি সরকারি ত্রাণ শিবির তৈরী করেছে পৌর প্রশাসন। মুলত শহরের কুলিক নদী লাগোয়া ৬,৭,৮,১৬,২২ এবং ২৭ নাম্বার ওয়ার্ডগুলি কোথাও কুলিকের জল বেড়ে যাওয়ায়, আবার কোথাও স্লুইস গেট লিক করায় প্লাবিত হয়েছে। লাগাতার বৃষ্টির হওয়ায় বৃষ্টির জমা জলে প্লাবিত হয়েছে ২,৪,১২,১৩,১৪ এবং ২৩ নাম্বার ওয়ার্ডের বেশকিছু অংশ। চেয়ারম্যান সন্দীপ বিশ্বাষ জানিয়েছেন বৃষ্টির জমা জলে প্লাবিত হওয়া ওয়ার্ডগুলিতে বৃষ্টি থামলেই জল নেমে যাবে। পাশাপাশি সন্দীপ বাবু জানিয়েছেন পৌর ত্রাণ শিবির ছাড়াও শহরের রেল লাইনের ধারে, কুলিকের বাধে ওনেকে আশ্রয় নিয়েছেন। পৌরসভা ত্রান নিয়ে ওইসব বান ভাসি মানুষদের পাশে দাড়িয়েছে বলেও জানিয়েছেন সব্দীপবাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here