ডেঙ্গু যাতে কোন প্রকার এলাকায় থাবা বসাতে না পারে তার আগেই কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হল।

0
562

কালিয়াগঞ্জ:–বর্ষাকাল কাল মানেই ডেঙ্গু। ডেঙ্গু যাতে কোন প্রকার পুর এলাকায় থাবা বসাতে না পারে তার আগেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হল।ডেঙ্গু মোকাবিলায় ১৭ টি ওয়ার্ডে বাড়ি বাড়ি যাবে পুরসভার স্বাস্থ্য কর্মীরা ডেঙ্গু সার্ভে করতে।সেখানে পুরবাসিদের ডেঙ্গু মোকাবিলায় কি কি করোনিও তা বোঝাবে স্বাস্থ্য কর্মীরা সাথে দেওয়া হবে একটি করে হ্যান্ড বিল।সেখানে থাকবে ১৭ টি ওয়ার্ডের কর্মরত দুই জন করে পুর কর্মীর নাম্বার পুর বাসিদের সুবিদার্থে।কারণ পুরসভার মেয়াদ শেষ হয়ে যাবার কারণে কোন কাউন্সিলার নেই।সেই কারণে পুর নাগরীকদের কোন অসবিধা না হয় সেই কারণে। আপনারা স্বাস্থ্য কর্মীদের সহযোগিতা করুণ।শনিবার কালিয়াগঞ্জ পুরসভা ভবনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কালিয়াগঞ্জের জন সাধারণের প্রতি এই আবেদন করলেন পুরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল।আজ পুর করণে পুরসভার স্বাস্থ্য কর্মীদের নিয়ে এই বৈঠক করে আগামী দিনে ডেঙ্গুর সার্ভের ব্যাপার নিয়ে দিক নির্দেশ করেণ। সেখানে প্রশাসক স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার্থে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।এবং নাগরীকদের পুর স্বাস্থ্য কর্মীদের সাহায্য করার আবেদন করেণ পুর প্রশাসক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here