উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে রাজ্যবাসীকে তাক লাগালো দক্ষিন দিনাজপুরের কৃতি ছাত্রী

0
875

উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে রাজ্যবাসীকে তাক লাগালো দক্ষিন দিনাজপুরের কৃতি ছাত্রী অঙ্কিতা সরকার। আই এ এস হবার লক্ষ্যেই এগোতে চান পড়াশুনা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ মে ——- উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করে রাজ্যবাসীকে তাক লাগালো দক্ষিন দিনাজপুরের কৃতি ছাত্রী। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্রী অঙ্কিতা সরকার এবারে ৪৯০ নম্বর পেয়ে রাজ্যের সেরা দশের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন। বুধবার যে খবর সামনে আসতেই রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয়েছে বংশীহারির ধুমসাদিঘী এলাকায়। জানা গেছে, ওই কৃতি ছাত্রী অঙ্কিতা সরকার ২০২২ সালে স্থানীয় বংশীহারি হাইস্কুল থেকে পড়াশুনা করে মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অধিকার নজর কেড়েছিল প্রায় সকলেরই। এরপর রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। যেখান থেকেই এবারে ৪৯০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করে সে। আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা করে আই এ এস হতে চায় সে, এমনটাই সংবাদমাধ্যম কে জানিয়েছে অঙ্কিতা।

কৃতি ছাত্রী অঙ্কিতা সরকার বলেন, বাধাধরা নিয়মে কখনই পড়াশুনা করেননি তিনি। ক্রিকেট খেলা তিনি খুব পছন্দ করেন। অবসর সময় পেলে পরিবারের লোকেদের সাথে লুডু খেলাও তার অন্যতম নেশা। তবে আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা করে আই এ এস হওয়ায় তার জীবনের অন্যতম লক্ষ্য।

অঙ্কিতার বাবা পেশায় ব্যবসায়ী শঙ্কর সরকার বলেন, মেয়ের আগামীতে স্বপ্ন পুরন করায় তাদের পরিবারের সকলের এখন মুল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here