জলের স্রোতে ভেঙে গেল বাঁধের কিছু অংশ। ঘটনাটি মালদা জেলার গাজোল ব্লকের

0
816

গাজোল, সব্যসাচী মন্ডল:- জলের স্রোতে ভেঙে গেল বাঁধের কিছু অংশ। যার ফলে বেশ কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি মালদা জেলার গাজোল ব্লকের সালাই ডাঙ্গা অঞ্চলের কুতুবপুর এলাকার ঘটনা।


জানা যায় কুতুবপুর এলাকায় টাঙ্গন নদীর পাশ দিয়ে বেশ কয়েকটি গ্রাম গড়ে উঠেছে। সেই সমস্ত গানগুলির যোগাযোগ ব্যবস্থা ছিল এই বাঁধ। কিন্তু বৃহস্পতিবার রাতে নদীতে জল বেড়ে যাওয়ায় সেই জল নদীর উপর দিয়ে প্লাবিত হতে শুরু করে। প্লাবিত হয়ে যায় বিভিন্ন এলাকা। এলাকার উপর দিয়ে প্লাবিত হতে থাকে জল। জল অত্যাধিক হয়ে যাওয়ায় জলের স্রোতে ভেঙে যায় বাঁধ। বাঁধ ভেঙে কৃষি জমি সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায়। যার কারণে বিচ্ছিন্ন হয়ে যায় কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। নৌকায় করে চলাচল করছে এলাকার বাসিন্দারা। তবে যাদের নৌকা নেই তাদের যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বাঁধ সংস্কারের। এলাকাবাসীর অভিযোগ সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দোকান ঘাট বাজার বন্ধ রয়েছে প্রত্যেকটি ঘরের।
এ প্রসঙ্গে গাজোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে যাওয়া হলেও দপ্তরে দেখা মেলেনি তার। ফোনে বারবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। যার ফলে মেলেনি কোনো প্রতিক্রিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here