পণের টাকা দিতে না পারায় শারীরিক নির্যাতনের শিকার গৃহবধূ। অভিযোগ শশুর বাড়ির বিরুদ্ধে।

0
62

পণের টাকা দিতে না পারায় শারীরিক নির্যাতনের শিকার গৃহবধূ। অভিযোগ শশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চিতলঘাটা এলাকায়। এই ঘটনায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার দাদা। স্থানীয় সূত্রে জানা যায় চিতলঘাটা এলাকার মহ বাবুলের সঙ্গে ইসলামিক শরীয়ত মতে মোহাম্মদ রাকিব আলমের বোনের বিয়ে হয় 2020 সালে। বিয়ের পর থেকেই একাধিকবার পণের দাবিতে শারীরিক নিগ্রহ করত শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিশি সভা করা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় গত 10 মাস থেকে বাবার বাড়িতে আশ্রয় নেয় ওই মহিলা গতকাল শ্বশুরবাড়িতে গেলে তার উপরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনেরা ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে গলায় গামছা বেঁধে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ জানায় মেয়ের পরিবারের লোকজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here