একই দিনে দুটি চুরির ঘটনা, ক্ষোভ মেডিকেলে

0
109

একই দিনে দুটি চুরির ঘটনা, ক্ষোভ মেডিকেলে

পৃথক দুটি ঘটনায় টাকা খোয়ালেন দুই মহিলা।
জামাইয়ের চিকিৎসা করাতে এসে হাসপাতাল চত্বরে সর্বস্ব হারালেন এক মহিলা। বুধবার দুপুরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে জামাইকে মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে আসেন ওই মহিলা। মেডিকেল কলেজের বর্হি বিভাগের লিফটে ওঠার সময় মহিলা লক্ষ্য করেন তার ব্যাগে টাকা নেই। ব্যাগের নিচের অংশ ব্লেড দিয়ে কাটা রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে ওই মহিলার নাম মমতাজ বিবি। বাড়ি মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান এলাকায়। ইট পরে জামাইয়ের মাথা ফেটে গিয়েছে শরীরে অসহ্য যন্ত্রণা। তারই চিকিৎসা করাতে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জামাইকে নিয়ে আসেন তিনি। সঙ্গে নিয়ে এসেছিলেন ৩০০০ টাকা। কেউবা কারা এদিন ব্যাগ থেকে সে তিন হাজার টাকা চুরি করে পালায় বলে অভিযোগ।

এদিকে কালিয়াচকের বাসিন্দা সেলিমা বেওয়া নামে এক মহিলা তার ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসক দেখাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন বুধবার দুপুরে। বহির্বিভাগের টিকিট কেটে মাকে নিয়ে চিকিৎসককে দেখাতে যাওয়ার সময় তিনি খেয়াল করেন তার ব্যাগের নিচের অংশ কাটা রয়েছে। এবং ব্যাগে থাকা ১০০০ টাকা, মোবাইল এবং চাবি নেই। সেখানেই তিনি কান্নায় ভেঙে পড়েন। একের পর এক চুরির ঘটনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে চললেও কর্তৃপক্ষ বা মেডিকেলে মোতায়েন টাকা পুলিশের কোনও হেলদোল নেই বলে অভিযোগ। বিষয়টি নিয়ে রোগীদের আত্মীয় পরিজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here