মালদা-আগুনে ভস্মীভূত হয়ে গেল ভুটভুটি বোঝাই পাট। বুধবার গাজোলে এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে। ট্রান্সফর্মারের আগুনের ফুলকি গাড়ি বোঝাই পাটে ছিটকে পড়লে দাউদাউ করে জ্বলে ওঠে। এলাকার মানুষ দেখতে পেয়ে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে অনেকটাই ক্ষতি হয়ে গেছে। জানা গেছে এদিন সকালের দিকে গাজোলের হাসিমপুর থেকে ৩টি পাটবোঝাই ভুটভুটি পাঁচপাড়ার দিকে যাচ্ছিল। ওই সময় একটি ভুটভুটির পাটে ট্রান্সফর্মারের আগুনের ফুলকি এসে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর আগুনে ভস্মীভূত হয়ে গেল ভুটভুটি বোঝাই পাট। বুধবার গাজোলে এই ঘটনায় চঞ্চল্য...