ভোট বয়কটের ঘটনার পর এখনো থমথমে মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর ও জগন্নাথপুর

0
117

মালদা: ভোট বয়কটের ঘটনার পর এখনো থমথমে মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর ও জগন্নাথপুর। পুলিশের ধড় পাকর এখনো অব্যাহত। পুরুষশূন্য গোটা গ্রাম। গ্রামের শান্তি ফিরে আসুক, পুলিশি অত্যাচার বন্ধ হোক, গ্রেফতার হওয়া গ্রামবাসীদের মুক্তি দেওয়া হোক এই সমস্ত দাবি নিয়ে গ্রামের মহিলারা দ্বারস্থ হল জেলা প্রশাসনের। এই মর্মে বুধবার দুপুরে এই তিনটি গ্রামের মহিলারা সেতু মোড় থেকে মিছিল করে এসে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয়। এরপর জেলাশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন। উল্লেখ্য রাস্তা এবং ব্রিজের দাবিতে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের এই তিনটি গ্রামে ভোট বয়কট করেছিলেন গ্রামবাসীরা। ভোট বয়কট ঘিরে গত ৭ ই মে চরম উত্তেজনা ছড়িয়েছিল এই এলাকায়‌। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছিল। ঘটনায় বেশ কয়েকজন মহিলা এবং পুলিশ কর্মী আহত হয়েছিল। গ্রামের মহিলাদের অভিযোগ এরপর থেকে গ্রাম জুড়ে পুলিশি ধরপাকড়ায় শুরু হয়। পুলিশের অত্যাচারে পুরুষশূন্য এই তিনটি গ্রাম। এখনো পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাই আজকে তারা রাস্তায় নেমে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here