মালদা
মালদার গাজোলে বেসরকারি শপিং কমপ্লেক্সের কাজ থেকে, পাঁচজন কর্মীকে ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করা হলো। এই অবস্থান-বিক্ষোভ সামিল ছিলেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। এছাড়াও মহিলা কর্মীরাও ছিলেন
তাদের অভিযোগ চলতি মাসের এক তারিখ থেকে আগাম না জানিয়ে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে ।তারপর থেকে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও তাদের কাজ দেয়নি। তারপর তারা স্থানীয় বিভাগের দ্বারস্থ হন। এরপর আজ এই অবস্থান কর্মসূচি। যদিও বা ওই মার্কেট কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছে,নতুন এজেন্সি নিয়োগ হয়েছে তারা বাদ দিয়েছে আমাদের কিছু করার নেই আমরা বিষয়টি ওপর মহলে জানাবো
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মালদার গাজোলে বেসরকারি শপিং কমপ্লেক্সের কাজ থেকে, পাঁচজন কর্মীকে ছাঁটাই করে দেওয়ার...