মথুরাপুরে খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি প্রাণের ত্রিপল। রাজ্য সরকারের বিশ্ববাংলা ছবিসহ শতাধিক ত্রিপাল উদ্ধার মানিকচকের মথুরাপুর শনিবার হাটে। স্থানীয় বেশকিছু ক্রেতা এই ত্রিপাল গুলি বিক্রি করতে দেখে হাটের মধ্যে। যার প্রতিবাদ করে আটক করে ত্রিপাল গুলি পরবর্তীতে দেখা যায় আরো বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি প্রাণের ত্রিপল। এক একটি ট্রিপল এর দাম প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা। সমস্ত দোকান থেকে প্রায় শতাধিকেরও বেশি সরকারি ত্রিপল উদ্ধার হয়। এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রাণ বোঝায় ছিল তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় সেই গাড়ি। ক্রেতাদের অভিযোগ কিভাবে সরকারি প্রাণের ত্রিপল দুঃস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক।