যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় এলাকায় চ্যাঞ্চল্য ছড়ালো

0
383

আলিপুরদুয়ার : ফালাকাটা রেল স্টেশন সামনে থেকে মালদা এলাকার যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় এলাকায় চ্যাঞ্চল্য ছড়ালো।

ফালাকাটা রেল স্টেশন থেকে ঢিল ছড়া দূরত্বে ৮৮/৯ নম্বর পিলারের কাছে রেল লাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল ফালাকাটা থানার পুলিশ ও আরপিএফ l তার পাশেই পড়েছিল একটি ফিডব্যাক ও হারানো ছিটানো ছিল তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র তাতে রয়েছে ব্যাংকের চেক বই এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড প্রভৃতি l তার থেকেই সেই যুবকের নাম জানা যায় যুবকের নাম ধীরেন সরকার বাড়ি মালদার হবিপুর এলাকায় l বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছে বাড়ির লোক আসছে ফালাকাটা l পুলিশ মৃতদেহ ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here