বেহুলা নদীর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত গাজলের বেশ কয়েকটি গ্রাম।

0
660

গাজোল, সব্যসাচী মন্ডল:- বেহুলা নদীর অস্থায়ী বাঁধ ভেঙে প্লাবিত গাজলের বেশ কয়েকটি গ্রাম। বাড়িতে জল না ঢুকলেও বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

ভেসে গেছে জমির ফসল। বন্যা আতঙ্কে এলাকার বাসিন্দারা। রবিবার বিকেলে গাজলের কাঞ্চননগর এলাকায় বেহুলা নদীর জলের স্রোতে ভেঙে যায় অস্থায়ী রিংবাঁধ। বাঁধ ভাঙ্গার ফলে জল ঢুকতে আরম্ভ করেছে কাঞ্চননগর বিনোদপুর শ্রীকৃষ্ণপুর এলাকায়। বাড়িতে জল না ঢুকলেও, ভেসে গেছে জমির ফসল। বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকটি গ্রামের যাতায়াত ব্যবস্থা। বন্যার আতঙ্কে ভুগছে এলাকার বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here