পুরাতন মালদা--বিদ্যুতের দাবিতে পথ অবরোধ মালদা নালাগোলা রাজ্য সড়কের রায়পুর এলাকার দূর্গা মন্দির মোরে পথ অবরোধ বিদ্যুৎ থাকলেও বিদ্যুতের ভোল্টেজ নেই তারই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে পথ অবরোধ তাদের দাবি বিদ্যুৎ ঠিকঠাক না থাকার জন্য জল পাচ্ছেন না এলাকা বাসিন্দারা এছাড়াও বিদ্যুতের জন্য ঘুম হচ্ছে না সমস্যাই এলাকাবাসী