জলপাইগুড়ি:-
সপ্তম দফার নির্বাচন নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার আচমকাই জলপাইগুড়ি আসেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
তার অভিযোগ, এই সপ্তম দফার নির্বাচনেই সবচেয়ে বেশি অশান্তি হচ্ছে এবং এর জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেন তিনি।
সুকান্ত জানিয়েছেন,
উত্তর কলকাতার বাহুবলী রাজু নস্করের পায়ে গিয়ে নাক ঘষলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন না৷ জিতবে তাপস রায়,পদ্ম ফুটবে উত্তর কলকাতায়।
ডায়মন্ড হারবার নিয়েও অভিযোগ তুলেছেন সুকান্ত। সেখানে গনতন্ত্র বলে কিছু নেই, প্রার্থীকে ঘুরতে দেওয়া হচ্ছে না।
যাদের পেটে তৃণমূলের ২৮টাকার পাউচ আছে তারাই মিঠুন চক্রবর্তীকে চোর বলবে, যাদের পেটে বিদ্যেবুদ্ধি আছে তারা বলবে না।
সুকান্ত এদিন আরও জানিয়েছেন, রাজ্যে ৩০টি লক্ষ্যমাত্রা, ১টি হলেও তৃণমূলের থেকে বেশি আসন জিতবে বিজেপি,তৃণমূলের সরকারটা আর থাকবে না।
তার আরও কটাক্ষ ইণ্ডি জোটের কোনো ভবিষ্যৎ নেই। রাহুল গান্ধীর বিয়ের যা ভবিষ্যৎ, ইণ্ডি জোটেরও তাই ভবিষ্যৎ।
সব বাইট পার্ট পার্ট করে দেওয়া আছে