রামকৃষ্ণমিশনে হামলাকারী প্রধান অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেপ্তার করা লোকদেখানো

0
129

শিলিগুড়ি:-

রামকৃষ্ণমিশনে হামলাকারী প্রধান অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেপ্তার করা লোকদেখানো,রবিবার সকালে শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের ভবন সেবক ভবনে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক সংকর ঘোষ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধু সন্ন্যাসীদের নিয়ে মন্তব্য করার পর থেকেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে তার অভিযোগ।শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধেও তিনি অভিযোগ এনে বলেন রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শিলিগুড়ি পুরনিগমে এই ভবনের জন্য হোল্ডিং মিউটেশনের জন্য আবেদন করা হয়েছিল এবং তারপরেই মে মাসের ১৯ তারিখে এই ভবনে হামলা চালায় দুষ্কৃতীরা।তার প্রশ্ন পুরনিগমের ভেতর থেকেই এই কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়েছে কি? এর পাশাপাশি তিনি আরও বলেন এই ঘটনার পরপর অভিযুক্তদের পক্ষ থেকেই পাল্টা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মিথ্যে মামলা করা হয়েছে এর পিছনে কারা রয়েছে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন বিধায়ক।উল্লেখ্য,এই ঘটনার পর একে একে মূল অভিযুক্ত সহ মোট ৯জনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ।শনিবার রাতে শিলিগুড়ির জংশন বাস স্ট্যান্ড থেকে ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় নামে এক জমি মাফিয়াকেও গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।ধৃতকে রবিবার ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here