লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথিকে সামনে রেখে পুজোর আয়োজন

0
114

গঙ্গারামপুর থানাপাড়া এলাকার বাসিন্দা ও যুবকেরা মিলে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথিকে সামনে রেখে পুজোর আয়োজনের পাশাপাশি কমিটির উদ্যোক্তাদের তরফে বহু ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়

গঙ্গারামপুর 2 জুন দক্ষিণ দিনাজপুর।লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথিতে সমানে রেখে পুজোর আয়োজন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার বাসিন্দা ও যুবকেরা মিলে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।মা তারা সহ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথিকে সামনে রেখে পুজোর পাশাপাশি এদিন প্রায় বহু ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় কমিটির উদ্যোক্তাদের তরফে। পূজোতে ভক্তদের ভক্তি নিষ্ঠা ছিল ব্যাপক গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের থানা পাড়ার এই লোকনাথ ব্রহ্মচারী পুজোটি বহুদিনের। প্রতিবছরের ন্যায় ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথিকে সামনে রেখে এমন পুজোর আয়োজন করা হয়। গঙ্গারামপুর পুরসভার ৭নম্বর ওয়ার্ডের থানাপাড়া কমিটির লোকনাথ পুজো কমিটির অন্যতম সদস্য চয়ন হোড়,বাবু চৌধুরী, গৌতম সাহা ,অনির্বাণ সাহা ওরফে হারু, পবন চৌধুরী সহ এলাকার যুবুক এবং গ্রামবাসীরা মিলে এই পুজো করে থাকে বছরের পর বছর।এবছরও পুনর্ভবা নদী থেকে মঙ্গলঘটে জল এনে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঢাকির বাজনার তালে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে লোকনাথ ব্রহ্মচারী ও তারা কালীমাতার পূজার আয়োজন করা হয়।সকলের মঙ্গল কামনার জন্য ১০৮প্রদীপ জালানো হয়। পুজো শেষে প্রায় বহু ভক্তকে কমিটির তরফে প্রসাদ খাওয়ানো হয়। এবিষয়ে পুজো কমিটির অন্যতম সদস্য চয়ন হোড় জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও লোকনাথ ব্রহ্মচারী ও তারা কালিমাতার পুজোর আয়োজন করা হয়।বহু ভক্তকে প্রসাদ খায়ানো হয় পুজো কমিটির তরফে। সকলের মঙ্গল কামনার জন্য ১০৮টি প্রদীপ জ্বালানো হয়। পুজোতে ভক্তদের ভিড হয়েছিল ব্যাপক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here