রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মানের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

0
594

রায়গঞ্জ,৮ ই জুলাই:-

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মানের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই পুলিশ ফাঁড়ি নির্মানের জন্য জায়গা পরিদর্শন সহ হাসপাতালের ঝুপড়ি ও ঝোপঝাড় পরিষ্কার করে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যায়ন, রোগীর পরিবারের লোকেদের জন্য সাইকেল স্ট্যান্ড, ক্যান্টিন সহ একগুচ্ছ সুবিধা প্রদানের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা ইটাহারের তৃনমূল বিধায়ক অমল আচার্য। পরিদর্শনকারী দলে অমল আচার্য ছাড়াও ছিলেন উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল দিলীপ কুমার পাল। হাসপাতালের রোগী কল্যান সমিতির বরাদ্দ টাকা দিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি, ক্যান্টিন, সাইকেল স্ট্যান্ড ও সৌন্দর্যায়ন করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান অমল আচার্য।

জেলার স্বাস্থ্য ব্যাবস্থার উন্নতির লক্ষ্যে দুবছর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রায়গঞ্জ শহরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরেই নির্মান করে দিয়েছেন ” রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল “। ইতিমধ্যে চালুও হয়ে গিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা। হাসপাতালে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ি নির্মানের উদ্যোগ নিল হাসপাতালের রোগী কল্যান সমিতি। এর পাশাপাশি হাসপাতাল চত্বরে থাকা অস্থায় ঝুপড়ি ও জঞ্জাল সাফাই করে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যায়ন করা এবং রোগীর পরিবারের লোকেদের সুবিধার্থে সাইকেল স্ট্যান্ড ও ক্যান্টিন গড়ারও উদ্যোগ নিল রোগী কল্যান সমিতি। আর সেজন্যই স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বুধবার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান অমল আচার্য। অমলবাবু বলেন রোগী কল্যান সমিতির আর্থিক সহায়তায় এই কাজগুলি করা হবে। এর পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরকেও এই কাজে সহায়তা করার জন্য আবেদন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here