গঙ্গারামপুরে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চতুর্থ বছরে পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন সচেতনতামূলক প্রচার ও রেলি করা হল

0
675

শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর,8 জুলাই ,দক্ষিণ দিনাজপুর __ সাবধানে গাড়ি চালান নিজের জীবন নিজে বাঁচান /রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের সেভ ড্রাইভ সেভ লাইফ এর মত মতো প্রকল্প এবছর চতুর্থ বর্ষে পা দেওয়ায় পুলিশ প্রশাসনের তরফে এদিন বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা হলো /বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানা ও ট্রাফিক পুলিশের তরফে বিরাট রেলি বের করা হয় ,যা সমগ্র শহর পরিক্রমা করে / রেলিতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ ,বিধায়ক ,ডিএসপি ট্রাফিক , থানার আইসি, ট্রাফিক ওসি ,গঙ্গারামপুর পৌর প্রশাষক বোর্ডের সদস্য, থানার পুলিশ কর্মী, সিভিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন /সেভ ড্রাইভ সেভ লাইফের এই প্রকল্প টি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এবছর চতুর্থ বর্ষে পা দিয়েছে। সরকারের তরফে এমন প্রকল্প চালু হওয়ায় তুলনামূলকভাবে পথে দুর্ঘটনার মাত্রা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে

।সেভ ড্রাইভ সেভ লাইফ এ প্রকল্পটি বুধবার সকালে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশে গঙ্গারামপুর থানার ট্রাফিক পুলিশের তরফে গঙ্গারামপুর থানা থেকে বিরাট আকারে সচেতনতামূলক প্রচার করা হল। জনসাধারণের জন্য প্রচার করা হয় যে, সাবধানে গাড়ি চালান, নিজের জীবন নিজে বাঁচান। গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করুন। মোবাইল কানে নিয়ে গাড়ি চালাবেন না। চারচাকা যান চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন।এই সচেতনতামূলক প্রচার করা হয় যা গঙ্গারামপুর পুরো শহর পরিক্রমা করে। রেলিতে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডাবলু ভুটিয়া,গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস , ডিএসপি ট্রাফিক মোহন ছেত্রী,গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু , ট্রাফিক ওসি বাবুল হোসেন, থানার বড়বাবু, এসআই সমীর মন্ডল, এসআই গৌরব হাসদা, প্যাট্রিক কেরকাটা,পৌর প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পন্ডিত, থানার পুলিশ অফিসার সহ বিশিষ্টজনেরা পা মেলান।অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডাবলু ভুটিয়া জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের সেভ ড্রাইভ সেভ লাইফ এর মত প্রকল্প এবছর চতুর্থ বর্ষে পা দিয়েছে। পুলিশ প্রশাসনের তরফে বিভিন্ন সচেতনতামূলক প্রচারের মধ্য দিয়ে এমন রেলি বের করা হয়েছে। গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস জানিয়েছেন ,সরকার সব সময় চাইছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে জনসাধারণকে সচেতন করতে ।এমন অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভালো লাগছে। গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন, আমরা সব সময় চাইছি এমন প্রচারের মধ্য দিয়ে জনসাধারণকে সচেতন করতে। যা আগামী দিনেও করে যাব। পুলিশের এমন রেলিতে গঙ্গারামপুরে ব্যাপক সাড়া পড়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here