শামুকতলায় ম্যালেরিয়ায় মৃত্যু আদিবাসী নাবালকের তদন্তে স্বাস্থ্যকর্তাগণ

0
60

শামুকতলায় ম্যালেরিয়ায় মৃত্যু আদিবাসী নাবালকের তদন্তে স্বাস্থ্যকর্তাগণ

আলিপুরদুয়ার:- ম্যালেরিয়ায় মৃত্যু হল এক আদিবাসী নাবালকের। আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের অধীন সম্বলপুর এলাকার আদিবাসী নাবালক লক্ষ্মীরাম মুর্মুর মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের। আলিপুরদুয়ার ২ ব্লকের ব্লক স্ব্যাস্থ আধিকারিক অর্পণ কুমার বিষয়ী জানিয়েছেন আদিবাসী নাবালকের বেশ কয়েকদিন যাবৎ দিন ধরে জ্বর ছিল প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে। ‌ বুধবার বিকেল চারটে নাগাদ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। ‌ তৎক্ষণাৎ তার চিকিৎসা শুরু করা হয়। ‌ চিকিৎসা শুরুর পর রোগীর অবনতি দেখে চিকিৎসক তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ। ‌ সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।‌ সাতটা নাগাদ নাবালক শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বেশ কয়েকদিন যাবত তার জ্বর ছিল ।।স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা সহ স্বাস্থ্যকর্মীরা সম্বলপুর এলাকায় মৃত লক্ষ্মীরাম মুর্মুর বাড়িতেও যান। ওই এলাকায় নজরদারি শুরু করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের পক্ষ থেকে। ‌ আলিপুরদুয়ার জেলার মধ্যে আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি ।
ইতিমধ্যে ঐ এলাকায় সবার রক্তের নমুনা সংগ্ৰহ করা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here