পথ দুর্ঘটনা মৃত দুই
আলিপুরদুয়ার: ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের গদিখানা মোড় এলাকায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, একটি ট্রাক্টরের সঙ্গে খগেনহাটগামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ফলে বাইকের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মৃত ওই দুই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।