বিনা লাইসেন্সে চলছে নার্সিং হোম! স্বাস্থ্য দপ্তরের কড়া নির্দেশিকায় দক্ষিণ দিনাজপুরে একসাথে বন্ধ হল তিনটি নার্সিংহোম
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ জুলাই —– বিনা লাইসেন্সেই চলছিল নার্সিং হোম! অভিযান চালিয়ে একসাথে তিনটি নার্সিংহোম বন্ধ করল জেলা স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার এব্যাপারে কড়া নির্দেশিকা জারি করে বুনিয়াদপুরের দুটি ও গঙ্গারামপুর এর একটি নার্সিংহোমকে চিঠি পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন যে খবর প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পরিস্থিতি তৈরি হয়েছে গোটা জেলাজুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী, এদিন বন্ধ হওয়া ওই নার্সিং হোম গুলির তালিকায় রয়েছে বুনিয়াদপুরের হেলথ কেয়ার ও মাতৃমঙ্গল নার্সিং হোমটি। তালিকায় রয়েছে গঙ্গারামপুরের রোগ মুক্তি নার্সিং হোমটিও। যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এদিন ওই তিনটি নার্সিং হোম বন্ধের কড়া নির্দেশিকা জারি করে জেলা স্বাস্থ্য দপ্তর। প্রসঙ্গত, বেশকিছুদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে লাইসেন্স বিহীন অবস্থায় একাধিক নার্সিং হোম চলার অভিযোগ সামনে এসেছিল। যা নিয়ে স্বাস্থ্য দপ্তরকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ক্রেতা সুরক্ষা দপ্তর। জেলার বিভিন্ন প্রান্তে একাধিক নার্সিং হোমে এই অভিযান চলবার পরেই তিনটি নার্সিং হোমকে বন্ধের সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য দপ্তর। এদিন যার পরিপ্রেক্ষিতেই ওই তিনটি নার্সিং হোম কতৃপক্ষের বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি করে জেলা স্বাস্থ্য দপ্তর।
দক্ষিণ দিনাজপুরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, লাইসেন্স না থাকবার কারনেই ওই তিনটি নার্সিং হোম বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই নার্সিং হোম কতৃপক্ষ তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে ওই তিনটি নার্সিং হোম।