জলপাইগুড়ি:–
এবার উত্তরবঙ্গ ইস্যুতে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী
তার বক্তব্য, তিনি রাজ্যভাগের পক্ষে নন, কিন্তু উত্তরবঙ্গ বঞ্চিত তাই বারবার এই ধরনের দাবি ওঠে।
শনিবার কাঞ্চনকন্যা এক্সপ্রেস নিউ মাল জংশনে নামেন তিনি। সেখান থেকে সড়কপথে কালিংপং চলে যান। ব্যক্তিগত কাজে তিনি এসেছেন বলে জানিয়েছেন। কালিংপং যাওয়ার আগে স্টেশনের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ের বিধায়ক বলেন, বঞ্চনার অভিযোগ থেকেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি উঠে এসেছে। যদিও তিনি ভাগাভাগির পক্ষে নন।তার বিস্ফোরক অভিযোগ, ২০১২ সাল থেকে এখনো পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে প্রায় একলক্ষ কোট টাকা বরাদ্দ করা হয়েছে, সেই টাকা কাজে লাগালে এই অনুন্নয়ন থাকতো না, সেই টাকা লুঠ হচ্ছে।
ভিস বাইট