বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তাতে ধান গাছ পুঁতে পথ অবরোধ

0
46

সরকারি কাগজে রয়েছে পাকা রাস্তা, অথচ গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকার বাসিন্দারা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তাতে ধান গাছ পুঁতে পথ অবরোধ করল জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুরে,বিডিও ধরলেন না ফোন, বর্তমান প্রধান বৃষ্টিতে ঘুমাচ্ছন্ন-সমস্যা সমাধানের আশ্বাস সভাধিপতি ও জেলা শাসকের গঙ্গারামপুর ৪ আগস্ট দক্ষিণ দিনাজপুর। রাস্তা আছে, যে পথ দিয়ে দুটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার লোক প্রতিদিন চলাচল করে। বৃষ্টি হলেই জুতো হাতে কাঁধে সাইকেল নিয়ে চলাচল করতে হয় বলে রাস্তার উপরেই ধান গাছ বুনলেন বাসিন্দারা। সরকারি কাগজ-কলমে ওই রাস্তাটি দেখা যাচ্ছে পাকা হয়েছে কিন্তু বাস্তবে রয়েছেন বেহাল সেই কাঁচা রাস্তাটি,অভিযোগ গ্রামবাসীদের। ভোট আছে ভোট যায় নেতাদের আশ্বাসের পরেও ১৫-২০বছর ধরে সমস্যায় পড়ে প্রাক্তন প্রধান ,থেকে বিডিওর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের কেশবপুরে গঙ্গারামপুর হামজাপুর রোডে পথ অবরোধ করল ক্ষুব্ধ এলাকাবাসীরা। বর্তমান প্রধান বৃষ্টিতে ঘুমাচ্ছন্ন, বাসিন্দাদের ফোনই ধরলেন না বিডিও বলে অভিযোগ।ঘটনা তদন্ত করে দেখে সমস্যা সমাধানের আশ্বাস সভাধিপতি ও জেলাশাসকের। গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের মাহুর কিসমত থেকে মহিমপাড়া পর্যন্ত পায় দু কিলোমিটারেরও বেশি রাস্তা রয়েছে।এই রাস্তাটি দিয়েই জাহাঙ্গীরপুর ও সুকদেবপুরের মত দুটি গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুর,দেবীপুর,নওদাপাড়া শিকারপুর,লেবুতলা,গঙ্গারহাট এলাকার কৃষিজীবী পরিবারের মানুষজনেরা প্রতিদিন চলাচল করে থাকেন। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় দুই কিলোমিটার এই রাস্তাটি ভোটের সময় নেতাদের আশ্বাস মেলে ভোট মিটে গেলেই কাজের কাজ আর কিছুই হয় না। বিগত কিছুদিন আগে সামান্য কিছুটা ঢালাই রাস্তা সারাই করা হলেও বাকি রাস্তাটি প্রায় দীর্ঘ ১০-১৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীরা বেহাল রাস্তায় উপরে ধান গাছ পুঁতে ঘটনার প্রতিবাদ করেন। এলাকাবাসী উত্তম সরকার,ফারুক আলী, শরিফদ্দিন শেখ, সারথি রায়েরা অভিযোগ করে বলেন, ভোটের সময় আশ্বাস মিলে কিন্তু রাস্তা সংস্কার হয় না।পুরো রাস্তাটি ওয়েবসাইটে পাকা রাস্তা দেখালেও আদতেও সেটি কাঁচা রাস্তা রয়েছে।নিশ্চয়ই রাস্তা তৈরি না করেই সব হজম করে নেওয়া হয়েছে বিগত পঞ্চায়েতের তরফে। প্রশাসন তদন্ত করলেই সব বের হবে। কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি চলার কারণে ওই রাস্তা দিয়ে আর কেউ চলাচল করতে পারছে না। জুতো হাতে নিয়ে সাইকেল কাঁধে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের।পঞ্চায়েত থেকে ব্লক ও জেলাস্তরে জানানোর পরেও সমস্যার সমাধান না হওয়ায় রবিবার সকাল থেকে গঙ্গারামপুর হামজাপুর কেশবপুর এলাকায় কয়েকশ গ্রামবাসী অবরোধ শুরু করে রাস্তা সংস্কারের দাবি নিয়ে। এলাকাবাসীদের অভিযোগ, বিগত জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বর্তমান প্রধান সহ গঙ্গারামপুর ব্লকের বিডিওকে বিষয়টি জানানোর পরেও রবিবার টেলিফোন করা হলেও তিনি ফোন ধরেননি বৃষ্টিতে ঘুমাচ্ছন্ন থাকার জন্য বলে অভিযোগ তাদের। পথ অবরোধকারী এলাকাবাসী, মিরা রায়, মামুন আলী, আরিফ আলীরা অভিযোগ করে বলেন, পথচলা দায় হয়ে পড়েছে,তাই রাস্তার সংস্কারের দাবি নিয়ে পথ অবরোধ করেছি।আশ্বাস না পেলে আন্দোলন চালিয়ে যাব। ঘটনার খবর পেতেই সেখানে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। তারা এসে অবরোধ তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিয়া ও জেলাশাসক বিজন কৃষ্ণাকে এলাকাবাসীরা ফোন করলে রাস্তার সংস্কারের আশ্বাস দিলে প্রায় তিন ঘন্টা পরে অবরোধ তুলেনেন বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি মত এলাকাবাসীদের জন্য সরকারি বরাদ্দ রাস্তা তৈরীর জন্য বরাদ্দ টাকা কাজ না করেও কার পকেটে গেল তা তদন্ত করে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কবে নাগাদ কঠোর ব্যবস্থা নিবে প্রশাসন সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here