মালদা, ১২ আগষ্ট:-
গঙ্গার বেড়ে উঠা জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট,এর পাশাপাশি দেখা গিয়েছে তার সঙ্গে এক মোটর সাইকেল সমেত চালক ।ঘটনাস্থল মালদার মানিকচকের ভুতনীর কাশিমনগর এলাকা
বন্যা পরিস্থিতি মোকাবিলায় তোরজোর জেলা প্রশাসনের। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দপ্তর ও প্রশাসনিক কর্তা আধিকারিকদের নিয়ে বৈঠক মালদা জেলা প্রশাসনিক ভবনে। শনিবার থেকে গঙ্গার জল ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। চরম বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গার জলস্তর। অস্থায়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত মানিকচক ব্লকের ভুতনির একাধিক গ্রাম। বন্যা কবলে পড়ে বহু পরিবার দিশেহারা। এমন পরিস্থিতিতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে কবলিত এলাকায়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য খুলে দেয়া হয়েছে ফ্ল্যাট সেন্টার গুলি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে খোলা হয়েছে মোবাইল হেল্প ক্যাম্প। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওয়াটার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায়। মূলত মালদার মানিকচক ও রতুয়া ব্লকে বন্যা পরিস্থিতি ভয়ংকর। এ দুটি ব্লকের পরিস্থিতি মোকাবিলা নিয়েই মালদা জেলা প্রশাসনিক ভবনের বৈঠক করা হ