বংশীহারির নির্যাতিতার শারিরীক অবস্থার অবনতি নিয়ে গুজব! মাঠে নামলো পুলিশ

0
120

বংশীহারির নির্যাতিতার শারিরীক অবস্থার অবনতি নিয়ে গুজব! মাঠে নামলো পুলিশ। জেলায় এসে নাবালিকার খোজখবর নিলেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩১ আগষ্ট —— বংশীহারির নির্যাতিতা আদিবাসী স্কুল ছাত্রীকে দেখতে দক্ষিণ দিনাজপুরে এলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। শনিবার দুপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই নির্যাতিতা ছাত্রীর সাথে কথা বলেন চেয়ারপার্সন সহ দুই সদস্যর ওই প্রতিনিধি দলটি । সেই সঙ্গে তারা নির্যাতিতা ছাত্রীর পরিবারের সাথে কথা বলে সর্বত্রভাবে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। যেখানে এদিন চেয়ারপার্সন তুলিকা দাস ছাড়াও উপস্থিত ছিলেন জেলা চাইল্ড প্রোটেকশন টিমের বিভিন্ন আধিকারিকরা। প্রসঙ্গত, বংশীহারির সিংহদহ এলাকায় পঞ্চম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ সামনে আসে বৃহস্পতিবার। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় ওই আদিবাসী স্কুল ছাত্রীটিকে ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। যেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা স্কুল ছাত্রীটি। যে ছাত্রীটির শারিরীক অবস্থা সংকটজনক রয়েছে এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই এনিয়ে সচেতনতা মুলক প্রচারে নামে বংশীহারি থানার পুলিশ। শুধু তাই নয়, এধরণের গুজব ছড়ানো থেকে সাধারণ মানুষকে দূরে থাকবার পরামর্শও দেওয়া হয় পুলিশের তরফে। আর এরপরেই এদিন ওই আদিবাসী ছাত্রীটির শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে হাজির হন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষার চেয়ারপার্সন। এদিন যারপরেই সামনে এসেছে ওই নাবালিকার শারীরিক অবস্থার চিত্র। হাসপাতাল সুত্রের খবর অনুযায়ী টানা দুদিনের চিকিৎসায় অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে নির্যাতিতা ছাত্রী-র। শুধু তাই নয় এদিন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস-এর সাথে কথোপকথনের সময় একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছে নির্যাতিতা ওই ছাত্রীটি।
এদিন সেখান থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস বলেন প্রথম ধাপ ছিল প্রশাসন, এডমিনস্ট্রেশন এবং মেডিক্যাল সেটা আমরা করেছি। পরের ধাপটা হলো জেলায় যারা কাজ করেন চাইল্ড প্রোটেকশন ইউনিট তাদের সাথে কথা বলে পরবর্তী সময়ে আমাদের যা কিছু সাপোর্ট সিস্টেম আছে সেটা যেন ওর কাছে পৌছায় সেটা আমরা সুনিশ্চিত করব। ঘটনার দোষীর শাস্তির বিষয়ে এদিন পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসনকে প্রশ্ন করা হলে তিনি বলেন পকসো আইন খুব শক্তিশালী একটা আইন এবং আমাদের বিচার ব্যবস্থার উপরে পূর্ণ ভরসা আছে। পকসো আইনে দোষীদের যেরকমভাবে শাস্তি বিধান হয় এক্ষেত্রেও তাই হবে। তুলিকা দাস আরো বলেন পরিবার চাইছে মেয়েটি সুস্থ হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাক। আমরা সবাই প্রার্থনা করছি ও সুস্থ হয়ে উঠুক যত দ্রুত সম্ভব এবং আগের জীবনটাই ফিরে যাক৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here