জলপাইগুড়ি:-
বাড়ি পাশের ঘর থেকে এক হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের লক্ষী জামাদার গছের ঘটনা। মৃতের নাম জয় কুমার রায় (৫০)।
জানা গিয়েছে, জয় কুমার রায় চার বছর আগে হোমগার্ডের চাকরি পেয়েছিলেন। শিলিগুড়িতে কর্মরত ছিলেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে স্ত্রীর সঙ্গে এক ঘরেই ঘুমিয়ে ছিলেন। রাতে কখন যে বিছানা থেকে উঠে গিয়েছে তা টের পাননি স্ত্রী। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির পাশের একটি ঘরে জয় কুমারের দেহ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি কমিশনারেটের আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে কেন তিনি আত্মহত্যা করলেন তা বুঝতে পারছেনা পরিবারের সদস্যরা।
ভিস বাইট👇