গঙ্গারামপুর ডাকবাংলা পাড়ার দুর্গাপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হলো। ২০০৯ সাল থেকে এই পুজো শুরু হয়। দেখতে দেখতে ১৬ বছর উত্তীর্ণ করল। আর ধুম ধামের শহীদ অনুষ্ঠিত হল খুঁটি পূজা। এই পুজোয় উপস্থিত ছিলেন পুজোর সম্পাদক রঞ্জন পান্ডে (বুকলি) সভাপতি দিপেশ ভৌমিক কোষাধাক্ষ নারায়ণ সরকার সহ উপস্থিত ছিলেন তাপস রায়, দীপক বিশ্বাস, গনেশ সাহা, পার্থ সরকার, নিখিল ঘোষ,