তৃণমূল দল থেকে যাবজ্জীবন বহিষ্কৃত তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানকেই পুনরায় পদে বসানোয় শোরগোল

0
133

তৃণমূল দল থেকে যাবজ্জীবন বহিষ্কৃত তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানকেই পুনরায় পদে বসানোয় শোরগোল,ব্যাড পলিটিক্স ফেসবুকে পেজে পোস্ট করে ঘটনার সমালোচনা

 

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২১ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর ব্লকের প্রাক্তন অঞ্চল তৃণমূল চেয়ারম্যান মো.ফইজুল মিয়াকেই তৃণমূল কংগ্রেসের গঙ্গারামপুর ব্লকের সহ-সভাপতি পদে পুনঃনিয়োগ নিয়ে বিতর্ক চরমে। গত পঞ্চায়েত নির্বাচনের আগে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে যাবজ্জীবন বহিষ্কার করা হয়েছিল তৃণমূল দলের তরফে।তা সত্ত্বেও পুনরায় তাকে দলে আনা ও পদ দেওয়া নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে।ফেসবুক পেজ “ব্যাড পলিটিক্স” এই ঘটনায় কটাক্ষ করে প্রশ্ন তুলেছে, “যাবজ্জীবন বহিষ্কার” এর অর্থ কী,যদি তা কার্যকর না হয়?একইসঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।এই ঘটনা শুধু দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাই নয়, দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের ভবিষ্যৎ কৌশল নিয়ে বড় প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে তাহলে কি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কোন দলীয় শৃঙ্খলায় মানছেন না ,সেই প্রশ্নই তুলেছেন রাজনৈতিক মহলের একাংশ।
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে মো. ফইজুল মিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি নির্দল এবং বিরোধী প্রার্থীদের সমর্থন করেছিলেন।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে। শুক্রবার বিকেলে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল একটি অনুষ্ঠানে গঙ্গারামপুরের ফুলবাড়িতে তাকে গঙ্গারামপুর ব্লকের সহ-সভাপতি পদে বসান।তিনি দাবি করেছেন,এটি দলের নিয়ম অনুযায়ী হয়েছে।
ফেসবুক পেজ “ব্যাড পলিটিক্স” এই ঘটনায় কটাক্ষ করে প্রশ্ন তুলেছে, “যাবজ্জীবন বহিষ্কার” এর অর্থ কী, যদি তা কার্যকর না হয়।একইসঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।প্যাড পলিটিক্স ফেসবুক পেজে এই দাবি করা হয়েছে যে ,বিগত দিনে তৃণমূল দল থেকে যাবজ্জীবন বহিষ্কার করা শুভাশিস পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস,বাচ্চু হাঁসদা ,দেবাশীষ মজুমদারা তাহলে কি তাদের বহিষ্কারের তকমা উঠে গেল ? জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল দাবি ,বিষয়টি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার ঘটনার সমালোচনা করে বলেন,দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কীভাবে নতুন দায়িত্ব দেওয়া হয়,তা তিনি বুঝতে পারছেন না।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর সমালোচনা চলছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। দলবিরোধী কাজে যাবজ্জীবন বহিষ্কৃত অঞ্চল তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান ফইজুল মিয়া গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে বসার পরে জানান,দল যে দায়িত্ব দিয়েছে,সেই দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করব। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর সমালোচনা চলছে।তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।সেই সঙ্গে জেলা তৃণমূলের ভবিষ্যৎ কৌশল নিয়েও বড় প্রশ্ন উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here